লালমনিরহাট মাহফিল লক্ষ লক্ষ মানুষ দেখে অবাক আজহারী
লালমনিরহাট রেলওয়ে শহীদ সোহরাওয়ার্দী মাঠে তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন করা হয়।
তাফসিরুল কুরআন মাহফিলে মিজানুর রহমান আজহারী বলেন আমরা যে সুখে আছি, শান্তিতে আছি, অনেকের ভালো লাগে না। তিনি আরো বলেন ঐক্যবদ্ধ থেকে দুর্বৃত্তদের কালো হাত ভেঙে দিতে ১ ঘণ্টাও লাগবে না।
আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সব মিলিয়ে বাংলাদেশ।
মাহফিলে তিনি ইসলামের আলোকে শান্তিপূর্ণ সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে আলোচনা করেন। কয়েক লাখ মুসল্লি এই মাহফিলে অংশগ্রহণ করেন।
আয়োজক কমিটির প্রধান ও মাহফিলের সভাপতি আব্দুল হাকিম।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। মাহফিলে আনুমানিক ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম হয়েছিল।

একটি মন্তব্য পোস্ট করুন