বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালাস পেয়েছেন।
গতকাল সকাল ১১টায় জনাকীর্ণ এজলাসে রায় ঘোষণা শুরু করেন আদালত। শুরুতেই আদালত বলেন, আমরা পুরো রায়টিই প্রস্তুত করেছি। তবে এখন সংক্ষিপ্ত অংশ তুলে ধরব। এর পর রায় পড়া শুরু করেন আদালত। বেলা ১১টা ৪৫ মিনিটে রায় পড়া শেষ হয়। রায়ের বিষয়ে আসামিপক্ষের অন্যতম আইনজীবী এস এম শাহজাহান সাংবাদিকদের বলেন, ২০০৮ সাল থেকে আমি এই মামলার পেছনে আছি। প্রথম যখন এই মামলা শুরু হয়, তখন থেকে আজ পর্যন্ত গত ১৬ বছর এই মামলায় আসামিপক্ষে আমি যুক্তিতর্ক উপস্থাপন করেছি। হাই কোর্টের যে বেঞ্চে আজ মামলাটির নিষ্পত্তি হলো, সেই কোর্টকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই। আমরা ন্যায়বিচার পেয়েছি। এর দুটো দিক, সাক্ষ্য এবং আইন। কোনো দিক থেকেই এই মামলা প্রমাণিত হয়নি।

একটি মন্তব্য পোস্ট করুন